শ্রীপুরে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের কেওয়া বাজার থেকে যাত্রীর উদ্দেশে যাচ্ছিলেন অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৩৭)।
মাওনা চৌরাস্তার পাশে সড়কের ওপর রাবার দিয়ে প্যাঁচানো অনেকগুলো টাকার একটি বান্ডেল দেখতে পান তিনি।
তখন বেলা পৌনে ১১টা। আশপাশে তাকিয়ে দেখেন কেউ নেই। হাতে নিয়ে দেখেন সব এক হাজার টাকার নোট।
বৃহস্পতিবারের ঘটনার এভাবে বর্ণনা দেন ফিরোজ। তিনি নেত্রকোনার কলমাকান্দার মাইপুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
ফিরোজ স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে কেওয়া গ্রামের নূরুল আকন্দের বাড়ির পাশে ভাড়া থাকেন। তার স্ত্রী স্থানীয় এম এক্স পোশাক কারখানার শ্রমিক।
ফিরোজ বলেন, টাকাগুলো গুনেও দেখিনি। পরে তা মায়ের দোয়া স্যানেটারির মালিক মজিবুর রহমানের কাছে জমা দেই।
মজিবুর বলেন, বান্ডেলে ৯৯টি এক হাজার টাকার ও দুটি ৫০০ টাকার নোট ছিল। ফিরোজ চলে যাওয়ার সময় তার মোবাইল নম্বর রেখে দেই।
এদিকে বৈরাগীরচালা গ্রামের আবদুল মোতালেবের ছেলে মান্নান সিকদার তার ফেসবুকে টাকা হারানো নিয়ে স্ট্যাটাস দেন।
তিনি কিস্তির এক লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে এক্সিম ব্যাংকের মাওনা চৌরাস্তা শাখায় যাওয়ার সময় পায়জামার পকেট থেকে পড়ে যায়।
মান্নান বলেন, ফিরোজের মত মহৎ মানুষ দেশে অনেক আছে। তাদের কর্ম দেখলেই স্বাধীন বাংলাদেশের পরিচয় পাই।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, মান্নান ঘটনাটি থানাকে অবহিত করেছিলেন। টাকার সন্ধান পাওয়ার পর যাচাই করে তার হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মান্নান পুরস্কার হিসেবে ফিরোজের হাতে ১৫ হাজার টাকাও তুলে দিয়েছেন।