পোশাক শ্রমিকদের বেতন ১৮ হাজার টাকা করার দাবি

গাজীপুরে মতবিনিময়

আলোকিত প্রতিবেদক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি উঠেছে।

শুক্রবার গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সভাটির আয়োজন করে।

এতে সংগঠনের সভাপতি খোরশেদ আলম মিথুনের সভাপতিত্বে সঞ্চালনা করেন আল আমিন হাওলাদার শ্রাবণ।

বক্তব্য রাখেন অধ্যাপক এম এ বারী, মজুরি বোর্ডের সদস্য শামসুন্নাহার, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, নাইমুর আহসান জুয়েল, হাবিবুর রহমান, কাজী রুহুল আমিন, অ্যাডভোকেট জিয়াউল কবীর খোকন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, আবদুল লতিফ সিদ্দিকী, আমির হামজা, সেলিম মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। জিডিপিতে বড় ভূমিকা রাখা পোশাক শ্রমিকদের ১৮ হাজার টাকা বেতনের দাবি সময়োপযোগী ও যৌক্তিক।

আরও খবর