করোনা মহামারিতে ঘরে অবস্থানের ফজিলত
ডেস্ক নিউজ : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থায় সংক্রমণ থেকে নিরাপদ থাকতে কোয়ারেন্টাইন বা ঘরে অবস্থান করার বিকল্প নেই।
আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) নিজ অঞ্চল ও ঘরে অবস্থানের ফজিলত বর্ণনা করেছেন।
তিনি বলেন, তোমরা যখন কোন এলাকায় মহামারি প্লেগের বিস্তারের কথা শুনো, তখন সেখানে প্রবেশ করো না।
আর যদি কোন এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে, তাহলে সেখান থেকে বেরিয়ে যেও না। (সহীহ বুখারি)
রাসুল (সা.) বলেন, কোন বান্দা যদি বাড়িতে ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে এ বিশ্বাস নিয়ে অবস্থান করে যে, আল্লাহ তাআলা তাকদিরে যা চূড়ান্ত রেখেছেন, তার বাইরে কোন কিছু আক্রান্ত করবে না।
তাহলে তার জন্য রয়েছে একজন শহীদের সমান সওয়াব। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদে তা বর্ণিত হয়েছে।