বজ্রপাতে ১১ জেলায় নারী-শিশুসহ ৩২ জনের মৃত্যু

আলোকিত প্রতিবেদক : বৃহস্পতিবার বজ্রপাতে ১১ জেলায় অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ায় দুজন মারা গেছেন।

উপজেলার উত্তর খামেরে জমিতে ধান কাটা অবস্থায় কুড়িগ্রামের সাত্তার আলী ও খিরাটিতে মাঠ থেকে গরু আনতে গিয়ে রুবিনা মারা যান।

ঢাকার যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহেদ ও তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নোমান মারা যান।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নে কন্যাশিশুসহ তিনজন ও উল্লাপাড়ায় দুজন মারা গেছেন।

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে দুই নারী-পুরুষ মারা গেছেন।

রাজশাহীর মোহনপুর উপজেলায় তিনজন, গোদাগাড়ীতে একজন ও দুর্গাপুরে মারা গেছেন একজন।

পাবনার সুজানগর উপজেলায় কন্যাশিশুসহ তিনজন ও চাটমোহরে দুজন মারা গেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়হারজী গ্রামে মারা গেছেন একজন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মারা গেছেন তিনজন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে মারা গেছেন একজন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একজন, বাজিতপুরে দুজন ও তাড়াইলে মারা গেছেন একজন।

নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুরে আম কুড়াতে গিয়ে মারা গেছেন দুজন।

আরও খবর