সয়াবিন তেলের সিন্ডিকেট : ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : সিন্ডিকেট করে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে আট কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
স্বাধীন অনুসন্ধানের পর প্রতিযোগিতামূলক বাজারের স্বার্থে স্বপ্রণোদিত হয়ে কোম্পানিগুলোর বিরুদ্ধে এ মামলা করা হয়।
কোম্পানিগুলো হল সিটি এডিবল অয়েল (তীর), বাংলাদেশ এডিবল অয়েল (রূপচাঁদা), মেঘনা এডিবল অয়েল (ফ্রেশ), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল, শবনম ভেজিটেবল অয়েল (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল, প্রাইম এডিবল অয়েল ও গ্লোব এডিবল অয়েল (রয়্যাল শেফ)।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে কোন পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেট বা নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।