শিক্ষক আলী আকবরের কবিতা ‘পাবজি’

পাবজি

-আলী আকবর

আইলো দেশে মরণখেলা

নাম দিয়েছে পাবজি

যুবক-তরুণ মত্ত সবাই

টাচ ফোনটা যেন তসবি।

নাই যে খাওয়া নাইরে পড়া

কোথায় মাটির প্রেম

তরুণ সমাজ মগ্ন সবে

খেলছে পাবজি গেম।

রাত কাটে পাবজি খেলে

সকাল হয় ঘুমের ঘোরে

দিন চলে যায় পাবজি খেলে।

খেলাধুলা ভুলছে তারা

পাবজি প্রেমের টানে

কী মজা যে পাবজি খেলা

ওরাই শুধু জানে।

পড়ার টেবিল শূন্য ফেলে

পাবজি মোহে মাতে জীবন।

আলী আকবর : সহকারী শিক্ষক, গাছা উচ্চ বিদ্যালয়, গাজীপুর।

আরও খবর