দশম শ্রেণির কারিকুলামে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা
আলোকিত প্রতিবেদক : আগে নবম ও দশম শ্রেণির কারিকুলাম অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হত। ২০২৩ সাল থেকে শুধু দশম শ্রেণিতে যা পড়ানো হবে, তার ওপর ভিত্তি করে পরীক্ষা হবে।
সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।
তিনি বলেন, পরিমার্জিত কারিকুলামের খসড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম প্রমুখ।