সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএস গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফের সহকারী একান্ত সচিব এ এইচ এম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জামাল পাশা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফুয়াদ প্রায় ১০ বছর যাবত হাতুড়ি ও হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি, পাসপোর্ট অফিস ও বিভিন্ন হাট-বাজার নিয়ন্ত্রণ এবং ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচার ও হত্যাসহ আটটি মামলা রয়েছে। ২০১৫ সালে বাসস্ট্যান্ডে ছোটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আলোচিত ফুয়াদ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। গত বছর রুবেল-বরকত কাণ্ডে পুলিশের বিশেষ অভিযান শুরু হলে তিনি আত্মগোপন করেন।