কালিয়াকৈরে আ.লীগ-বিএনপির নির্বাচনী সহিংসতা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ ও বিএনপি হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বুধবার উপজেলার সফিপুর বাজার ও পল্লী বিদ্যুৎ এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, সকালে সেখানে নির্বাচনী গণসংযোগ চলছিল। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

এ নিয়ে সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান অভিযোগ করেন, তারা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীকে নিয়ে প্রচারণায় বের হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান।

এ সময় বিএনপি প্রার্থীর মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে শতাধিক কর্মী আহত হন।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল ওয়াহাব মিয়া অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা হামলা চালিয়ে তাদের মাইক্রোবাস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন।

আরও খবর