কাপাসিয়ায় বিএনপির ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া আসনে বিএনপির নির্বাচনী সভা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার ইউনুস মার্কেটে বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার উত্তর পাশে যুবলীগের ও দক্ষিণ পাশে বিএনপির সভা হওয়ার কথা ছিল। হঠাৎ আওয়ামী লীগ অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এ সময় জনতা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে যুবলীগের সভা হলেও বিএনপির সভা হয়নি।

বৃহস্পতিবার ওই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল গাফফার বাদী হয়ে বিএনপির ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী বাদী হয়ে বিএনপির ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনমনে আতঙ্ক তৈরি ও ভিত্তিহীন ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা করছেন।

দুপুরের দিকে রায়েদ ইউনিয়নের বড়হর বাজার, চকবড়হর নতুন বাজার ও কোঠামনি বাজারে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বেপারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তরগাঁও থেকে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর