সিনহা হত্যাকাণ্ড : ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট

আলোকিত প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র‌্যাব।

পূর্বপরিকল্পিত ঘটনাটিতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীকে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ চার্জশিট গ্রহণ করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মাদক ও হামলা সংক্রান্ত তিনটি মামলার সত্যতা পাওয়া যায়নি।

আসামিদের মধ্যে ওসি প্রদীপসহ ১৪ জন কারাগারে ও এএসআই সাগর দে পলাতক রয়েছেন।

গত ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে লিয়াকত আলীর গুলিতে সিনহা নিহত হন।

আরও খবর