দেশে করোনা টিকার বুস্টার ডোজ এ মাসেই : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, তাদের দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসেই শুরু করা যাবে।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোন অসুবিধা নেই।

তিনি আরও বলেন, যে দুজনের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। তৃতীয় কোন ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্ত হয়নি।

আরও খবর