অবৈধ বিড়ি-সিগারেট কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ
আলোকিত প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা বিড়ি ও সিগারেটের কারখানা অবিলম্বে বন্ধ ও মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সাথে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব এবং শ্রম ও কর্মসংস্থান সচিবসহ নয়জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অবৈধ বিড়ি ও সিগারেট কারখানা বন্ধ চেয়ে মাদকদ্রব্য ও নেশাবিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার রিট করেন।