ভাসানটেকে প্রতিবন্ধী গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাসানটেকে এক বাকপ্রতিবন্ধী গার্মেন্টস শ্রমিক (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ওই শ্রমিককে এলাকার জাহাঙ্গীরের বস্তি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেনারসি পল্লীর খোকন মিয়া সকাল ১০টার দিকে বস্তি থেকে ওই শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভাসানটেক থানার ওসি (তদন্ত) এ বি এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকারী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সিদ্দিক নামের একজন ওই শ্রমিককে ফুঁসলিয়ে এনে ধর্ষণ করেছেন।