নির্বাচন বাতিলের এজেন্ডায় সংলাপে যাবে বিএনপি

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপ যদি গতবারের মত হয়, তাহলে অর্থবহ হবে না।

তিনি বলেন, সংলাপের আহ্বান করা হলে আমাদের এজেন্ডা একটি, এই নির্বাচন বাতিল করতে হবে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে জনগণের রায়কে ডাকাতের মত ডাকাতি করা হয়েছে।

সোমবার দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে রবিবার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যেসব রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছিল, তাদের আবার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি ছয়টি ও ঐক্যফ্রন্ট দুটি আসন পেলেও তারা শপথ না নিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে।

আরও খবর