বাংলাদেশে আল-কায়েদা নিয়ে পম্পেওর বক্তব্যের তীব্র প্রতিবাদ
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার উপস্থিতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গত ১২ জানুয়ারি ওয়াশিংটন প্রেসক্লাবে পম্পেও বলেছেন, বাংলাদেশে আল-কায়েদা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছিল এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে।
একজন সিনিয়র নেতার এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
বাংলাদেশে আল-কায়েদার অবস্থান সম্পর্কে কোন প্রমাণ নেই। যদি এ ধরনের বক্তব্য প্রমাণসহ উপস্থাপন করা হয়, তবে সরকার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।