ভাত খাওয়ায় শীর্ষে চীন : চতুর্থ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে ভাত খাওয়ায় চীন এখন শীর্ষে।
বহুল প্রচলিত প্রবাদ মাছে-ভাতে বাঙালি থাকলেও বাংলাদেশিদের অতিক্রম করেছে চীন।
বিশ্ব অর্থনীতির পরিসংখ্যান ও প্রবণতা নিয়ে দ্য ইকোনমিস্টের তালিকায় এ তথ্য ওঠে এসেছে।
২০১৩-১৪ অর্থবছরে চীনবাসী ১৪ কোটি ৬৩ লাখ কোটি টন চালের ভাত খেয়েছে।
পরের অবস্থানে আছে ভারত। ভারতবাসী খেয়েছে নয় কোটি ৯১ লাখ ৮০ হাজার টন চালের ভাত।
তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। তারা চালের ভাত খেয়েছে ৩৮ কোটি ৫০ লাখ টন।
আর বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। এ দেশের মানুষ ওই অর্থবছরে খেয়েছে তিন কোটি ৪৯ লাখ টন চালের ভাত।