শিল্পপতিদের দখল থেকে বনভূমি উদ্ধারে এমপির তাগিদ
সাদেক মিয়া, শ্রীপুর : শিল্পপতিরা বিভিন্ন রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বনের যে জমি দখল করে রেখেছে, তা নির্ণয় করে উদ্ধার করতে হবে।
প্রকৃত বনদস্যুদের বিচারের আওতায় আনতে হবে, যাতে কেউ বনের জমি দখল করতে না পারে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদে মাসিক আইন-শৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এসব কথা বলেন।
বন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষকে কোন প্রকার হয়রানি করা যাবে না।
উপজেলাকে মাদকমুক্ত করতে মাধ্যমিক স্কুলে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা ও প্রাথমিক স্কুলে প্রতি মাসে মা সমাবেশ করারও তাগিদ দেন সাংসদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, পৌর মেয়র আনিছুর রহমান, এসিল্যান্ড ফাতেমাতুজ জহুরা, রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, মেডিকেল অফিসার মনজুর আলম, ওসি জাবেদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন প্রমুখ।