১৩৬৪ কেজি পেঁয়াজসহ ২ ‘কালোবাজারি’ গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : টিসিবির স্বল্প মূল্যের পেঁয়াজ কালোবাজারে বিক্রির সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার এলাকার সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মেসার্স পিয়ার এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান ও তার সহযোগী হুমায়ুন কবির।
এ সময় ট্রাকভর্তি এক হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাবাজারে বিক্রির জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয়। পরে তারা নির্ধারিত স্থানে বিক্রি না করে অধিক লাভের আশায় মজুদ করে।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। কালোবাজারি চক্রের বিরুদ্ধে র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে।