গাজীপুরের পূবাইলে ডাকাতি, ৩ নারীসহ গ্রেফতার ৯
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন রবি দাস (৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দিন (২৯), চন্দন দাস (৩৬), হাবিবুর (৪৮), নার্গিস আক্তার (২৫), শিল্পী আক্তার (৩০), রিনা আক্তার (৫০) ও জসিম (৪৫)।
তাদের বাড়ি মহানগরীর পূবাইল, গাছা, টঙ্গী, কিশোরগঞ্জের বাজিতপুর, ইটনা, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কুমিল্লা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।
ডিসি ইলতুৎমিশ বলেন, গত ৭ মার্চ রাতে পূবাইলের তালটিয়া এলাকার হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, পাঁচটি মোবাইল ও দুটি পিতলের মূর্তি লুট করে নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।