বিশ্বের বৃহত্তম বিমানের আকাশ দর্শন
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান।
কয়েক বছরের চেষ্টার পর ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে আকাশে উড়ে বিমানটি।
ছয় ইঞ্জিনের স্ট্র্যাটোলঞ্চ নামের বিমানটির ডানার দৈর্ঘ্য দেশটির একটি ফুটবল মাঠের সমান।
শনিবার প্রথমবারের মত আকাশে উড়ার পর সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের উদ্যোগে বিশ্বের বৃহত্তম বিমানটি তৈরি হয়েছে।
তবে এটি সাধারণ যাত্রী বহনের কাজে ব্যবহৃত না হয়ে রকেট বহন করবে বলে জানানো হয়।
এর ফলে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণসহ মহাকাশ অভিযান আরও সাশ্রয়ী হবে বলে দাবি বিশেষজ্ঞদের।
বিমানটির ডানার দৈর্ঘ্য প্রায় ৩৮৫ ফুট ও উচ্চতা ৫০ ফুট। যা ফুটবল মাঠের চেয়েও লম্বা।
এতে চাকা ২৮টি। বহন করতে পারে প্রায় আড়াই লাখ পাউন্ড জ্বালানি।
বিমানটির ওজন দুই লাখ ২৬ হাজার ৮০০ কেজি। অ্যালুমিনিয়ামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার।