টঙ্গীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের ভিডিও ফেসবুকে : গ্রেফতার ৩

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় সাতজনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।

এর মধ্যে সুজনকে বৃহস্পতিবার দুপুরে এবং ইমন ও সাগরকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার অপর আসামিরা হল অনিক, রাব্বী, শিহাব ও ফাহাদ।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৯ এপ্রিল শিলমুন এলাকার আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের তিন-চারজন ছাত্রীকে উত্ত্যক্ত করে একই বিদ্যালয়ের ওই বখাটেরা।

এক ছাত্রীর অভিভাবক জানান, ওই দিন কোচিং থেকে চার বান্ধবী বাসায় ফিরছিল। পথে শিলমুন এলাকার অনিক ও টিঅ্যান্ডটি এলাকার সুজন সহযোগীদের নিয়ে তাদের উত্ত্যক্ত করে। পরে মোবাইলে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

অভিযুক্ত অনিকের মা রুবিয়া খাতুন বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য। তিনি বলেন, আমার ছেলে অন্যায় করে থাকলে তার বিচার হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, অনিকের আচরণ ও পারফরম্যান্স ভাল না। সে গত জানুয়ারি থেকেই অনুপস্থিত। আর সুজন দশম শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র।

আরও খবর