মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘সাঁজের বেলা’
সাঁজের বেলা
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
আকাশের পশ্চিম কোণায় মেঘ ডাকে
সাজ সাজ মেঘ ভাসে
বাতাসে ছুটে চলে ঘূর্ণিপাকে
ধুক ধুক করে মন মেঘ দেখে।
আকাশে গুমুর গুমুর মেঘ ডাকে
চমকে উঠে মন সবার এক সাথে।
ঝড়ের সাথে মন যায় ঘরের কোণে
বজ্রপাতের ঝিলিক আলো
গর্জে উঠে আকাশ হতে মাটির প্রাণে
ভয়ে মন যে ব্যাকুল সবার মাঝে।
আজি ক্ষুধা নিয়ে কর্মে যারা মাঠে-ঘাটে
ডাকি তাদের ফিরে এসো
নিরাপদে ঘরের মাঝে।
আজি সাঁজের বেলা
ঝড়ো হাওয়া বইছে বাইরে
ঝড়ের মাঝে যেতে পারে প্রাণ
সাবধানে পথ চল এগিয়ে।