৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু
আলোকিত প্রতিবেদক : ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল এবং সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
গত ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।