কাপাসিয়ায় ‘সুদের ব্যবসায়ী’ শিউলীর বিচার দাবি

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় এক সুদের ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

কাপাসিয়া প্রেসক্লাবের সামনে শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে নির্যাতিত পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।

তারা বলেন, কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় বসবাসকারী শিউলী বেগম দীর্ঘদিন ধরে সমিতির নামে সুদের ব্যবসা করছেন। মানিক ও খোকা তার সহযোগী।

দরিদ্র মানুষ সমিতি ছেড়ে চলে যেতে চাইলে নিজস্ব বাহিনী দিয়ে নির্যাতন চালানো হয়। থানায় বারবার অভিযোগ করলেও কাজ হচ্ছে না।

গত ২ জুলাই রাতে ব্রিজের নিচে হিরণের চায়ের দোকানে আবুল কাশেম হামলার শিকার হন। শিউলী জোর করে খালি স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নেন।

শিউলীর ভাই হাদিউল ইসলাম অভিযোগ করেন, তার বোন মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তুলসী বেগম, রাবেয়া বেগম, রোকেয়া বেগম, বাবুল মিয়া, তারা মিয়া, হিরণ মিয়া প্রমুখ।

আরও খবর