আলোকিত নিউজের অনুষ্ঠানে ৫৭ ধারা বাতিলের দাবি
আলোকিত প্রতিবেদক : আলোকিত নিউজ ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি উঠেছে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই হয়রানিমূলক ধারাটি বাতিলের দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, একই খবর পত্রিকার প্রিন্ট ভার্সনে ছাপা হলে মানহানির মামলা, আবার অনলাইনে প্রকাশ হলে ৫৭ ধারা, এটা কেমন আইন!
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ বলেন, ৫৭ ধারা সাংবাদিকদের বিরুদ্ধে বেশি ব্যবহার করা হয়েছে। এটা বাতিল করতে হবে।
দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ৫৭ ধারা সাংবাদিকদের হয়রানির জন্য করা হয়েছে।
ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি নূরুল আমীন সিকদার বলেন, আমরা ৫৭ ধারার বিরুদ্ধে অচিরেই কাপাসিয়ায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করব।