মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘অতঃপর আমি ইতিহাস’

অতঃপর আমি ইতিহাস

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

আমি ছাত্র

আমার কোমলতা হবে ত্রাস

আমার সরলতায়

স্বার্থবাদীরা ছুটে আসে ধারে

আমাকে উস্কে দেয়।

আমি বুঝি না প্যাঁচ-গুঁজ

কুচক্রী মহল ছুটে আসে

আমার চারপাশে

তারুণ্য শক্তি নিতে কেড়ে।

আমি ছাত্র

বাঁকাপথে ব্যবহার করতে চায় তারা

স্রষ্টার শপথ!

তারুণ্যতায় আজি করেছি পণ

সোনার বাংলা গড়তে

আমি দিব জীবন

অতঃপর আমি ইতিহাস।

আরও খবর