গাজীপুরে ৮ কোটি টাকার বনভূমি রক্ষায় তৎপর বন বিভাগ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুর বিটে আট কোটি টাকার বনভূমি দখলের ঘটনায় তৎপর হয়েছে বন বিভাগ।

গত ১১ আগস্ট আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চলে ব্যাপক তোলপাড়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১৩ আগস্ট সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাহনা ভবানীপুর মৌজার শিরিরচালা এলাকায় ৬৭৫ নং দাগের গেজেটভুক্ত প্রায় দুই বিঘা বনভূমিতে বাড়ি, কিন্ডার গার্টেন ও মার্কেট নির্মাণের কাজ চলছিল।

স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রফিকুল মাস্টারের পাঁচটি দোকান ও পাঁচ রুমের বাড়ি, তাজউদ্দিন পরিবারের পাঁচটি দোকান ও একটি গোডাউন, তার মেয়ের জামাই মোমেনের দুটি দোকান, কাজলের পাঁচ রুমের বাড়ি এবং কাউসার মোল্লার স্কুলের নয়টি রুম।

বিট কর্মকর্তা নাজিম উদ্দিন আলোকিত নিউজকে বলেন, আমি আসার আগে এসব শুরু হয়েছিল। কিছু স্থাপনা ভেঙে দিয়েছি।

তিনি আরও বলেন, তাদেরকে আর কাজ করতে দেওয়া হবে না। ১৪৪ ধারা অমান্যের ঘটনায় আদালত থেকে নোটিশও জারি করা হয়েছে।

এসিএফ শ্যামল কুমার ঘোষ আলোকিত নিউজকে বলেন, কাজ স্থগিত আছে। মামলা দায়েরসহ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : গাজীপুরের ভবানীপুর বিটে ৮ কোটি টাকার বনভূমি দখল!

আরও খবর