রাখাইনে ১৭৬ গ্রাম জনশূন্য : স্বীকার করল মিয়ানমার

ডেস্ক নিউজ : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের ১৭৬টি গ্রাম এখন জনশূন্য।

দেশটির প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে বলেন, রাখাইনে মোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম জনশূন্য। বাকি গ্রামগুলো থেকেও কিছু কিছু বাসিন্দা পালিয়েছে।

বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করে তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে সবাইকে আসার অনুমতি দেওয়া হবে না। যাচাই-বাছাই করতে হবে।

রাখাইনে পুলিশ ও সেনাচৌকিতে গত ২৫ আগস্ট রাতে হামলার জেরে দমন অভিযান শুরু হয়।

তারা নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়।

আরও খবর