গাজীপুরে ‘বনখেকো’ রিলায়েন্স ফাইবারের ইনচার্জ কারাগারে

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে রিলায়েন্স ফাইবার ইন্ডাস্ট্রিজের ইনচার্জ মো. খোকনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তিনি ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের বাঘের বাজার এলাকায় কারখানা কর্তৃক বনভূমি দখলের ঘটনায় বন আইনে দায়েরকৃত মামলার আসামি।

জয়দেবপুর থানার এএসআই ইউনুস আলোকিত নিউজকে জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পেয়ে এসআই খালেকের নেতৃত্বে কারখানার ভেতর থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সিএস ৬৭৫ নং দাগের চার বিঘা গেজেটভুক্ত বনভূমি দখল ও স্থাপনা নির্মাণের ওপর গত ১৯ জুন আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। পরে মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে পিওআর মামলা দায়ের করে বিট অফিস।

উল্লেখ্য, দখলীয় বনভূমির বর্তমান বাজারমূল্য ১৬ কোটি টাকা। বন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ঘটনাটি চেপে যাচ্ছিলেন।

আরও খবর