‘দুই সপ্তাহের বেশি জ্বর থাকলে হাসপাতালে যেতে হবে’

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে কালাজ্বর নির্মূল কর্মসূচির ওপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাইদ লিয়ন, জাতীয় কালাজ্বর নির্মূল কমিটির উপদেষ্টা ডা. মিজানুর রহমান, কালাজ্বর কর্মসূচি বিশেষজ্ঞ মোহাম্মদ ইশা, মো. আসাদুজ্জামান, সাংবাদিক আলমগীর হোসেন, মোক্তার হোসেন প্রমুখ।

চিকিৎসকরা বলেন, দুই সপ্তাহের বেশি জ্বর থাকলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। বেসরকারিভাবে কালাজ্বরের চিকিৎসা অনেক ব্যয়বহুল।

সরকারি হাসপাতালসমূহে এর চিকিৎসা করা হয়। তাই অবহেলা না করে চিকিৎসা গ্রহণ করতে তারা রোগীদের প্রতি আহ্বান জানান।

আরও খবর