অন্য দেশে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির দৃষ্টান্ত শুনিনি : জাপানি রাষ্ট্রদূত

আলোকিত প্রতিবেদক : জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলছে। তাই আগামী নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেবে বলে আশা করছি।

২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি শুনেছি, পুলিশ কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোন দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।

সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত নাওকি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না। এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।

আরও খবর