অবশেষে মেসির কোলে খুদে মেসি

খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের ছয় বছর বয়সী মুর্তাজা আহমাদির স্বপ্ন অবশেষে পূরণ হল।

সোজা গিয়ে লিওনেল মেসির কোলে উঠল আলোচিত এই খুদে মেসি।

প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন কাতারের দোহা​য়।

সেখানেই আহমাদিকে ডেকে নিয়ে কোলে তুলে নেন ফুটবলের জাদুকর মেসি।

গত জানুয়ারিতে প্লাস্টিকের ব্যাগ কেটে বানানো মেসির ১০ নম্বর জার্সি পরে খেলছিল ভক্ত আহমাদি।

তার এই ছবিটা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বে।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা আহমাদি আসল জার্সি কেনার সামর্থ্য নেই বলে পলিথিনের ব্যাগ দিয়ে মেসির জার্সি তৈরি করেছিল।

পরে মেসি শিশুটিকে ডেকে বার্সেলোনায় নিতে চেয়েছিলেন।

কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

এরপর তিনি ইউনিসেফের মাধ্যমে আহমাদিকে দুটি জার্সি ও কয়েকটি ফুটবল উপহার পাঠান।

আরও খবর