তাবলিগের বিরোধ নিষ্পত্তিতে দেওবন্দ যাচ্ছে প্রতিনিধি দল

আলোকিত প্রতিবেদক : তাবলিগ জামাতের বিরোধ নিষ্পত্তি করতে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছে প্রতিনিধি দল।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল চলতি মাসের যে কোন দিন রওনা হবে।

প্রতিনিধি দলে রয়েছেন ধর্ম সচিব আনিছুর রহমান, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, যাত্রাবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ, আহলে শূরা সদস্য রবিউল হক, সৈয়দ ওয়াসিফ ইসলাম, কাকরাইল মসজিদের মুকিম আশরাফ আলী, জামিয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক ও ইকরা মাদ্রাসার অধ্যক্ষ সদরুদ্দীন মাকনুন।

মঙ্গলবার ধর্ম সচিব আনিছুর রহমান জানান, দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। প্রতিনিধি দলের সদস্যদের ভিসার প্রক্রিয়া চলছে।

তাবলিগের দুই পক্ষের দ্বন্দ্ব ও সংঘাতের কারণে টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত রয়েছে।

আরও খবর