কালীগঞ্জে জেলেকে হত্যার পর নদীতে লাশ গুম!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে এক জেলেকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার দক্ষিণ নারগানা এলাকায় শত্রুতার জেরে সংঘটিত ঘটনাটি মঙ্গলবার প্রকাশ পায়।
গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার পরিমল এবং তার ছেলে পাপন ও প্রতিবেশী অলক।
স্থানীয়রা জানান, বোরহান গত ৯ জানুয়ারি শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
সকালে গুদারাঘাট এলাকায় মামুনের সাথে আলাপকালে অলক এলোমেলো কথা বললে লোকজনের সন্দেহ হয়।
জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক জানান, অলককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা প্রকাশ পায়।
অলক স্বীকার করেন, বোরহানকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ জাল দিয়ে পেঁচিয়ে ও ইট-পাথর বেঁধে নৌকাসহ ডুবিয়ে দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর মিয়া জানান, অলকের স্বীকারোক্তি অনুযায়ী পরিমল ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।