শ্রীপুরে ‘গরু চোর’ নিয়ে বেকায়দায় পুলিশ

সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে গত ১০ দিনে পাঁচ কৃষক ও এক ইউপি মেম্বারের ২৮টি গরু চুরি হয়েছে।

উপজেলার মাওনা, গোসিংগা ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৭ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এসব চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানায় মাত্র তিন চোর গ্রেফতারের মামলা হলেও চুরি হওয়া গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের মাজহারুল ইসলাম (৩৫), ত্রিশালের হরিরামপুর গ্রামের বেলাল মিয়া (৩০) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিংপুর গ্রামের হোসেন আলী (৫৫)।

বুধবার শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়া জানান, ওই তিনজন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের আনোয়ার হোসেনের দেড় লাখ টাকা মূল্যের একটি বাছুরসহ গাভি ও গোলাম মোস্তফার এক লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় চুরি হয়।

রবিবার রাতে মাওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিংগারদিঘী গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ১০ লাখ টাকা মূল্যের ১০টি গরু চুরি হয়।

গত ১০ জানুয়ারি গোয়ালঘরের তালা ভেঙে হারুন ফরাজী ও তার শ্বশুরের আনুমানিক তিন লাখ ২০ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরি হয়।

৭ জানুয়ারি রাতে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ছাবেদ আলী মাদবরের ছয় লাখ টাকা মূল্যের সাতটি গরু চুরি হয়।

একই রাতে দক্ষিণ ধনুয়ার সিরাজুল ইসলামের আড়াই লাখ টাকা মূল্যের দুটি হালের বলদ ও একটি গাভি চুরি হয়।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, গরু চোর ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন।

আরও খবর