কাপাসিয়ার কপালেশ্বরে অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : বাবা কয়ডা টেহা দেন। আমার ভিটামাটি কিছুই নাই।

জঙ্গলের মুতা উঠাইয়া বেড়া বাইন্দা থাকতাম। পরে আমার পালক মেয়ের নাতি টিন দিয়া একটা ঘর বানাইয়া দিছে।

গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের কুলুপাড়ার ৯০ বছর ছুঁই ছুঁই আবু হানিফা এ প্রতিবেদককে কাছে পেয়ে এভাবেই আকুতি জানান।

তিনি তার স্ত্রীকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। এই শীতে জনপ্রতিনিধিদের কাছ থেকেও সহায়তা পাননি।

বৃদ্ধের স্ত্রী হজরী (৭০) বলেন, আমার কোন ছেলে-মেয়ে নাই। একটা মেয়ে পালক আনছিলাম। বিয়া দিয়া দিছি।

তিনি আরও বলেন, আমরা সরকারি কিছু পাই না। পাড়াপড়শি কিছু কিছু দেয়। তা দিয়া চলি।

আরও খবর