করোনা রোধে নির্দেশনা মানলে লকডাউনের প্রয়োজন নেই : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণ রোধে ১১ দফা নির্দেশনা মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না। লকডাউন মানে দেশের ক্ষতি।

তিনি বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। গতকালের হিসাবে এক দিনে চার হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাস্ক পরতে হবে। সবাইকে টিকা নিতে হবে। ইতিমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

আরও খবর