রাজধানীতে স্কুলছাত্রের ওপর এসিড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জে স্কুলছাত্রের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত দুইটার দিকে কেরানীগঞ্জের কলিসনমাছি এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শরিফুল ইসলাম সজীব (১৪) কলমাচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
সে স্থানীয় আটিবাউল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
সজীবের পরিবার জানায়, রবিবার রাতে সজীবকে লেখাপড়া নিয়ে বকাঝকা করলে সে রাগ করে বাইরে যায়। পরে রাত দুইটার দিকে সে এসিডদগ্ধ অবস্থায় বাসায় ফেরে।
তাদের ধারণা, এক মাস আগে এলাকায় একটি মেলায় কয়েকজন ছেলের সাথে সজীবের মারামারি হয়। এর জের ধরে ঘটনাটি ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল সাংবাদিকদের জানান, এসিডে সজীবের শরীরের পাঁচ ভাগ পুড়ে গেছে।