কাপাসিয়ায় ১৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৫ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

উপজেলা শহরের মরহুম খালেদ খুররমের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ।

মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব মোস্তাফিজুর রহমান সেলিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ওসি আবু বকর সিদ্দিক, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। সন্ধ্যায় থাকছে সংগীতানুষ্ঠান।

উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করেন লালনশিল্পী ফরিদা পারভীন ও বংশীবাদক গাজী আবদুল হাকিম।

আরও খবর