গাজীপুর ও শ্রীপুরে সড়কে ঝরল ৪ প্রাণ
আলোকিত প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুর ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়।
সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, ময়মনসিংহগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুজন নিহত ও ১০ জন আহত হন।
একই দিন সকালে শ্রীপুরের জৈনাবাজর ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব আলী জানান, মাস্টারবাড়িতে এক যুবক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, জৈনাবাজারে এক বৃদ্ধ ভিক্ষুক মহাসড়ক পার হচ্ছিলেন। তখন ময়মনসিংহগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে জিপে থাকা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন।