ভারতে টিপু সুলতানের অস্ত্রাগার স্থানান্তর
শেখর বৈদ্য, কলকাতা : রেললাইন বসানোর জন্য শ্রীরঙ্গপটনমে অবস্থিত মহীশূরের শাসক টিপু সুলতানের অস্ত্রাগার সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতে এবারই প্রথম কোন ঐতিহ্যবাহী সম্পত্তি পুরো সরানো হল।
রেলমন্ত্রকের এক কর্মকর্তা জানান, বিশেষজ্ঞদের সহায়তায় একটি বিশাল কর্মকান্ডের দায়িত্ব নেওয়া হয়েছিল। অত্যন্ত সাফল্যের সাথে অস্ত্রাগারটি প্রায় ৪০ মিটার দূরে সরানো হয়।
টিপু সুলতানের রাজত্বকালে (১৭৮২-১৭৯৯) এই অস্ত্রাগার তৈরি হয়েছিল।
২০১৩ সালে বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে ডাবল লাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।