গাজীপুরের লোহাগাছিয়ায় লালন মেলা উদ্বোধন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া বাজার এলাকায় এর উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কফিল উদ্দিন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে রাতে লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

আখড়াবাড়ির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, শ্রমিক লীগের সহ-সভাপতি আকরাম হোসেন খান, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আখড়াবাড়ির প্রতিষ্ঠাতা ও দেশের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের আয়োজক ফকির খালেক সাঁইজি।

এরপর কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনসহ বিভিন্ন শিল্পীরা লালনের গানে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন।

আরও খবর