পণ্যের মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
আলোকিত প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সাথে সিন্ডিকেট ব্যবসা ও বাজারের অস্থিতিশীলতা রোধে পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত।
এ ব্যাপারে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে সিন্ডিকেট করে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের চার আইনজীবী একটি রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর ও সৈয়দা নাসরিন।