ভারত-বাংলাদেশ ট্রেনে জুলাই থেকে নতুন সেবা
শেখর বৈদ্য, কলকাতা : দর্শনা বা গেদে স্টেশনে নয়, কলকাতা এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনেই হোক ইমিগ্রেশন ও কাস্টম ক্লিয়ারিং।
মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের এমন দাবি মেনে জুলাই থেকেই চালু হতে যাচ্ছে নতুন পরিষেবা।
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু।
ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ভাড়া কম। এসি ফার্স্ট কেবিন ১৩৩০ টাকা ও এসি চেয়ার কার ৮০০ টাকা।