মহাসড়কের জমি বন্ধক দিয়ে ১৫ কোটি টাকা ঋণ, গ্রেফতার ২

আলোকিত প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে মহাসড়কের জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছেন প্রতারক গোলাম ফারুক।

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার উত্তরা থেকে ফারুক ও তার সহযোগী ফিরোজ আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ফারুক ২০০৬ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুরের একাংশের জাল দলিল তৈরি করেন। পরে সোশ্যাল ইসলামী ব্যাংকে ওই জমি বন্ধক দিয়ে ১৫ কোটি টাকা ঋণ নেন।

সাব-রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসের অসাধু কর্মকর্তারা তাকে সহায়তা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

ঋণ পরিশোধ না করায় ২০১৩ সালে ব্যাংক ওই জমি নিলামে বিক্রির নোটিশ জারি করে। কিন্তু সরেজমিনে দেখতে পায় জমিটি সড়ক ও জনপথের।

তখন ফারুক জমির দাগ পরিবর্তন করে পাশের ব্যক্তি মালিকানাধীন জমির দাগ উল্লেখ করে সংশোধন দলিল করেন। ব্যাংক সেই জমিতে সাইনবোর্ড স্থাপন করতে গেলে আবারও জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

আরও খবর