জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশ্বনেতাদের প্রশংসা পেয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ এমন একটি বিষয়, যে কোন আন্তর্জাতিক ফোরামে আলোচনা হোক আর দ্বিপাক্ষিক আলোচনা হোক, সব সময় ওঠে আসে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সরকারের যে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান, তা বিশ্বনেতারা জানেন।

তিনি বলেন, জি-৭ সম্মেলনে আমার সাথে আলাপ-আলোচনা ও অনানুষ্ঠানিক কথা প্রসঙ্গে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের যে পদক্ষেপ, তার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা। সবার সহযোগিতায় জঙ্গি ও সন্ত্রাস দমনে সফল হব বলে আমরা আশা করি।

বুধবার সকালে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আরও খবর