ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলা : নিহত ৮০

ডেস্ক নিউজ : ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

বাস্তিল দুর্গ পতনের দিবস হিসেবে ফ্রান্সে দিনটি জাতীয়ভাবে পালন করা হয়।

বিবিসির খবরে বলা হয়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে আতশবাজির প্রদর্শনী চলছিল। তখন বহু মানুষের ভিড়ের ওপর একটি ট্রাক ওঠে যায়।

এতে অন্তত ৮০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

এ ঘটনার পর ৩১ বছর বয়সী ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে।

ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।

আরও খবর