শ্রীপুরে কর্মস্থল ফাঁকি দিয়ে প্রাইভেটে ব্যস্ত থাকেন ডাক্তার সেলিনা!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সেলিনার বিরুদ্ধে কর্মস্থল ফাঁকি দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানে ব্যস্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ডাক্তার সেলিনা রোগীদের প্রতি আন্তরিক নন। তিনি রোগীদের সাথে দুর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের হয়রানি করার অভিযোগও রয়েছে।

স্থানীয় আক্কাছ আলী জানান, তিনি কাঁটাবিদ্ধ হয়ে গত ১১ জুলাই বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে যান। তখন কর্তব্যরত সেলিনা তার ব্যবস্থাপত্র সহকারী সীমা মিত্রের কাছে দিয়ে ব্যস্ততা দেখিয়ে চলে যান। পরে সীমা মিত্র তাকে টিটেনাস লিখে দিয়ে বাইরে থেকে আনতে বলেন। তার ভাই তা কিনে আনার পর পুশ করা হয়।

আক্কাছ আলী জানান, তারা হাসপাতাল থেকে বাইরে এসে হাসপাতাল রোডের শ্রীপুর এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামে ডাক্তার সেলিনাকে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যস্ত দেখতে পান।

দায়িত্বে অবহেলা ও রোগী না দেখার বিষয়ে তিনি পরদিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

হাসপাতাল সূত্র জানায়, ডাক্তার সেলিনা দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করছেন। ফলে জনসাধারণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও খবর