রোহিঙ্গাদের গ্রাম পোড়ানোর ছবি প্রকাশ করল অ্যামনেস্টি
ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের গ্রাম পোড়ানোর ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, গত ২৫ আগস্টের পর থেকে ৮০টিরও বেশি স্থানে সুপরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
এটি প্রমাণিত যে মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তারক্ষীরা সংখ্যালঘু রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে।
হত্যা ও বর্বর নির্যাতনে এ পর্যন্ত তিন লাখ ৮৯ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বসবাস করছে। তবে তাদের নাগরিকত্ব দেয়নি সরকার।
সাম্প্রতিক এই মানবিক সংকটের কারণে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে মিয়ানমার।